সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেষ বেলায়ও মিলছে বাসের টিকিট, দাম চড়া

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ০৭:৪৪ পিএম

শেয়ার করুন:

শেষ বেলায়ও মিলছে বাসের টিকিট, দাম চড়া
ছবি: ঢাকা মেইল

ঈদের তিন দিন আগে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাড়তি বাসের টিকিট বিক্রি চলছে। শেষ বেলায় টার্মিনালে এসেও অনেকে টিকিট পাচ্ছেন। তবে তাদের অভিযোগ, বেশি ভাড়া দিয়ে কিনতে হচ্ছে টিকিট।

শুক্রবার (১৪ জুন) বিকেলে গাবতলী বাস টার্মিনালে থাকা বিভিন্ন কাউন্টার ও যাত্রীদের সাথে কথা বলে এই চিত্র পাওয়া গেছে।


বিজ্ঞাপন


গতকাল বৃহস্পতিবারও গাবতলীর বাস কাউন্টারগুলোর দায়িত্বে থাকা ব্যক্তিরা বলেছেন, টিকিট নেই! তাহলে হঠাৎ করে কোথা থেকে এলো এইসব টিকিট? এমন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে ঢাকা মেইল।

ঢাকা টু পাবনা ও রাজশাহী রুটে চলাচলকারী শিশির পরিবহনের কাউন্টার কর্মী এনামুলের দাবি, টিকেট আসলেই নেই। কারণ বুকিং করা টিকিট বিক্রি করেছেন তারা। সেসব টিকিটের যাত্রীরা আজ গন্তব্যে রওনা হচ্ছেন। এছাড়া তারা বাড়তি বাসের টিকিট বিক্রি করছেন বলে জানান।

আরও পড়ুন

ভাড়ায় বাড়তি বকশিসের চাপে সাধারণ যাত্রীরা!

তবে বাড়তি বাস ও টিকিট কোথা থেকে এলো জানতে চাইলে তিনি বলেন, কোনো পরিবহন মালিকের ৫০টি বাস থাকলে প্রতি বার তারা ৩০টি বাসের টিকিট বুকিং নেন। বাকি ২০টির টিকিট রেখে দেন। এর মাঝে ৩০টি বুকিং হওয়া বাসের মধ্যে ৫-১০টি পথে সমস্যায় পড়ে। তখন বাড়তি বাস থেকে সেই আটকে পড়া যাত্রীদের সেবা দেওয়া হয়। পাশাপাশি বাকি ১০-১৫টি বাসের টিকিট শেষ মুহূর্তে বিক্রি করলে তারা ভালো দাম পান। তাতে তাদের ক্ষতিও পুষিয়ে নেওয়া সম্ভব হয়।


বিজ্ঞাপন


সুজন ও সাইফুল যাবেন কুড়িগ্রাম জেলা সদরে। গাবতলী বাস টার্মিনালে বাসের টিকিট কেনার জন্য বাস কাউন্টারের এক কর্মীর সাথে কথা বলছিলেন। তারা জানালেন, অন্য সময়ে ভাড়া ১৪০০ টাকা। কিন্তু তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে ১৬০০ টাকা। তবে দরদাম চলছে।

Bus2

তাদের সাথে টিকিটের দাম নিয়ে কথা বলছিলেন উজ্জল। তিনি জানালেন, তারা এই টিকেটগুলোর সিট চালকের আসনের পাশে দেবেন। তার দাবি, সংকটে টিকিট মিলছে না। তবু যাত্রীর অনুরোধে তারা বিক্রি করছেন বলে দাম একটু বেশি নিচ্ছেন।

গাবতলীর কাউন্টারগুলোতে শেষ বেলায় চলছে নতুন বাড়তি গাড়ির টিকিট বিক্রি। কাউন্টারগুলোতে যারা আজ সন্ধ্যায় বা রাতে যাবেন তারাই ভিড় করছেন। তবে অনেক কাউন্টারে বাসের টিকিট নেই বলে জানানো হচ্ছে।

আরও পড়ুন

মহাখালীতে ঘরমুখো যাত্রীদের ভিড়, বাসের জন্য দীর্ঘ অপেক্ষা

মাগুরায় যাবেন ইয়াসিন আলী। আগে সায়েদাবাদ হয়ে যেতেন। কিন্তু এবার গাবতলী রুট ব্যবহার করছেন। তিনি জানালেন, গতকালও তিনি টিকিট পাননি। কিন্তু আজ টিকিট মিলছে শুনে ছুটে এসেছেন ব্যাগ সাজিয়ে। যখন তিনি কথা বলছিলেন তখন সোহাগ নামের একটি কাউন্টারে থাকা এক কর্মীর সাথে টিকিট নিয়ে দরদাম করছিলেন।

তবে এর বাইরে যারা আগাম টিকিট কেটেছেন সেসব যাত্রী এখন উত্তরের পথে রওনা হবেন বলে অপেক্ষায় আছেন।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর