মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বিজেপি নেতা আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২৪, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

বিজেপি নেতা আদভানির সঙ্গে শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনা ও লাল কৃষ্ণ আদভানি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতে অবস্থান করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজেপির বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার ৯৬ বছর বয়সী বিজেপি নেতা আদভানির সঙ্গে তার বাড়িতে সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকারপ্রধান।


বিজ্ঞাপন


ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।’ এছাড়াও তারা সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন।

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গতকাল শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন।

রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে নরেন্দ্র মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন শেখ হাসিনা। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

সোমবার বিকেল ৫টায় (নয়াদিল্লির সময়) ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী। ওইদিন বাংলাদেশ সময় রাত ৮টায় ঢাকা পৌঁছার কথা রয়েছে তার।


বিজ্ঞাপন


এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর