রাজধানীর মিরপুরের কালশী এলাকায় ব্যাটারি চালিত রিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় রাবার বুলেটের আঘাতে সাগর নামে এক যুবক আহত হন। কিন্তু তার আহত হওয়ার বিষয়টিকে গুলিবিদ্ধ হয়েছে বলে প্রচার করা হচ্ছে। এটিকে গুজব বলছে পুলিশ।
রোববার (১৯ মে) রাতে ডিএমপির মিরপুর জোনের এডিসি মাসুক মিয়া ঢাকা মেইলকে এ কথা জানান।
বিজ্ঞাপন
মাসুক মিয়া বলেন, মিরপুরের কালশীতে কোনো যুবক গুলিবিদ্ধ হয়নি। আমরা যখন তাদের শান্ত করার চেষ্টা করছি তখন তারা ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ তাদেরকে ধাওয়া দেয় এবং রাবার বুলেট ছোঁড়া হয়। এতে কেউ মরে না, আহত হয় আরকি। আমরা গুলি করিনি। এটা গুজব।
এর আগে বিকেলে কালশিতে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে এবং ইউসিবি সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এ খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। শুরু হয় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। এসময় আন্দোলনকারীরা কালশি মোড়ে থাকা দুটি ট্রাফিক বক্সে আগুন দিলে পরিস্থিতি বদলে যেতে থাকে। পুলিশও আত্মরক্ষায় শ্রমিকদের ওপর চড়াও হয়। তাদের ধাওয়ায় আন্দোলনকারীরা নানা দিকে ছুটতে শুরু করে। তবে তারা সড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে আতঙ্ক তৈরি করে। এক পর্যায়ে তারা পুলিশের গাড়ি এপাচিতেও হামলা চালায়। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
বিজ্ঞাপন
পুলিশের মিরপুর জোনের এক কর্মকর্তা বলেন, তার কাছে খবর আসে কালশীতে আট থেকে দশজন পুলিশ আটকা পড়েছে। এরপর তিনি মিরপুর থেকে এপাচি নিয়ে সেখানে যান। কিন্তু ফিরে আসার সময় আন্দোলনকারীরা বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানা গেছে। তবে এখনো মামলা হয়নি।
এমআইকে/এএস