অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও জরিমানার অর্থ দিতে ব্যর্থ হওয়ায় ১০ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) রাজধানীর কদমতলী ও কেরানীগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মাজহারুল ইসলাম। তাকে সহায়তা করেন র্যাব-১০ এর সদস্যরা।
বুধবার (১৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল।
তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকে মধ্যরাত সাড়ে তিনটা পর্যন্ত রাজধানী ঢাকার কদমতলী ও কেরানীগঞ্জ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১১টি প্রতিষ্ঠানকে ৪৮ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বিজ্ঞাপন
ভ্রাম্যমান আদালত প্যাটেলকো কোম্পানি লিমিটেডকে ১০ লাখ টাকা, সিরাজ ট্রেডিংকে ৩ লাখ টাকা, ইউনিলাইক প্রডাক্টস্ লিমিটেডকে ৫ লাখ টাকা, কিনবো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪ লাখ টাকা, ইউনাইটেড ইলেকট্রিকাল এক্সেসরিজকে ৫ লাখ টাকা, লাইফ পেইন্টস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা, বিআইডব্লউ এন্ড মায়ের দোয়া সোলার পাওয়ারকে ৩ লাখ টাকা, গৌরনদী পেইন্টসকে ২ লাখ টাকা, ম্যাক্স এনার্জি ইন্টারন্যাশনালকে ৪ লাখ টাকা, ইভানা ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা ও কোয়ালিটি ক্যাবলস্ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৫ লাখ টাকা করে জরিমানা করেন। এছাড়া প্যাটেলকো কোম্পানি লিমিটেডের ১০ জন ব্যক্তিকে নগদ ১০ লাখ টাকা জরিমানা করা হয়। তবে তারা জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাদেরকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
র্যাব বলছে, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা ভেজাল পণ্য-সামগ্রী এবং অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং নকল রং উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
এমআইকে/এমএইচএম