জালিয়াতির মাধ্যমে ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়ে অর্থ আত্মসাৎ করার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ ১০ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির মিডিয়া বিভাগ।
বিজ্ঞাপন
জানা যায়, চক্রটি ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক ঋণ নেয়। অভিযোগ পেয়ে চক্রটির অফিসে অভিযান চালায় সিআইডি। এ সময় মূলহোতাসহ কর্মকর্তা-কর্মচারী মিলে ১০ জনকে গ্রেফতার করা হয়।
তাদের বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার দুপুর ১২টায় সিআইডির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত জানাবেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।
এমআইকে/এমআর

