মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুরির ৬২ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকাসহ গ্রেফতার ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৪, ১১:১৮ এএম

শেয়ার করুন:

চুরির ৬২ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকাসহ গ্রেফতার ৬

রাজধানীতে দুটি চুরির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে ডিবির রমনা ও ওয়ারী বিভাগ। উদ্ধার করা হয়েছে চুরি হওয়া ৬২ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা।

বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঢাকার রমনা ও ওয়ারীতে চুরির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় জানানো হয়, রমনার একটি চুরির ঘটনায় মামলা হয়েছিল। সেই মামলায় ডিবি পুলিশ তদন্ত শুরু করে। বুধবার একজনকে গ্রেফতারসহ চুরি হওয়া ৪২ ভরি স্বর্ণ ও ৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া ওয়ারীতে আরেকটি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২০ ভরি গলিত স্বর্ণ ও নগদ ৯০ হাজার টাকা উদ্ধার করে ডিবি।

এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে বিস্তারিত জানাবেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর