দীর্ঘ দুই বছরের অধিক সময় র্যাব-৩ এর মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটের প্রধান হিসেবে নেতৃত্ব দিয়ে অবশেষে নিজ বাহিনীতে (সেনাবাহিনী) ফেরত যাচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-৩ এর মতো একটি গুরুত্বপূর্ণ ইউনিটে কমান্ড করে আমি আমার মাতৃবাহিনীতে ফিরে যাচ্ছি। এই দীর্ঘ সময় আপনাদের যে সহযোগিতা আমি পেয়েছি তা স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। আপনাদের পেশাদারিত্ব সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।
বিজ্ঞাপন
র্যাব-৩ এর এই বিদায়ী কর্মকর্তা গণমাধ্যম ও সংবাদমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন, ব্যাটেলিয়নের বিভিন্ন চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ অভিযানের মিডিয়া কাভারেজ আপনারা খুব পেশাদারিত্বের সাথে দেশবাসীর কাছে তুলে ধরেছেন। এজন্য আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের সকলের জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে দোয়া করি। আপনারাই সমাজের দর্পণ। সবাই ভালো থাকবেন। আপনাদের পরিবারের প্রতিটি সদস্যের জন্য আমার দোয়া এবং শুভেচ্ছা থাকল।
র্যাবের এ কর্মকর্তা র্যাব-৩ এ দুই বছরের অধিক সময় দায়িত্ব পালন করলেন। তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ অভিযান সম্পন্ন হয়। এর মধ্যে নকল পণ্যের কারখানায় অভিযান, মাদক উদ্ধার, দাগী ও পলাতক আসামি গ্রেফতার ছাড়াও তিনি কিশোর গ্যাং, ছিনতাইকারীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাশাপাশি চুরিকৃত শিশু উদ্ধার, চোরকে গ্রেফতারেও ভূমিকা রাখেন তিনি।
এমআইকে/এএস

