মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিট স্ট্রোকের ঝুঁকি: নির্দেশনা ও পরামর্শ কতটা মানছেন পথচারীরা?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৪, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

হিট স্ট্রোকের ঝুঁকি: নির্দেশনা ও পরামর্শ কতটা মানছেন পথচারীরা?
পথচারীদের বেশির ভাগের কাছেই নেই ছাতা। ছবি: ঢাকা মেইল

গরমের তীব্রতায় বিপর্যস্ত জনজীবন। তীব্র দাবদাহে প্রতিদিন হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে অসংখ্য মানুষ। ঘটছে মৃত্যুর ঘটনাও। এই অবস্থায় প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষদের ছাতা, ক্যাপ ও পানি সঙ্গে নিয়ে বের হওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। সরকারের পক্ষ থেকেও বারবার সাধারণ মানুষকে এই আহ্বান জানানো হচ্ছে।

তবে এ ধরনের নির্দেশনা ও পরামর্শে সাধারণ মানুষ কতটা সাড়া দিচ্ছে তা নিয়ে সংশয় রয়েছে। রাস্তায় চলাচল করা বয়স্ক ও শিশুসহ খুব অল্পসংখ্যক মানুষের হাতেই ছাতা দেখা যাচ্ছে, ক্যাপ পরা কেউ নেই বললেই চলে। একটা বড় অংশ কোনো ধরনের ব্যাগ বহন করছে না। ফলে সাথে পানি থাকার সম্ভাবনাও ক্ষীণ।


বিজ্ঞাপন


সোমবার (২২ এপ্রিল) রাজধানীর মগবাজার, মালিবাগ ও আশেরপাশের এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

Raj2

মগবাজার ওয়ারলেসে ফ্লাইওভার নামার স্থলে গুলিস্তান, কমলাপুর, সায়েদাবাদ ও যাত্রাবাড়ীগামী জনাদশেক যাত্রীকে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছায়াহীন সড়কে তীব্র রোদে দাঁড়িয়ে থাকা এসব যাত্রীর কারোর মাথার ওপর ছাতা বা ক্যাপ লক্ষ্য করা যায়নি। একই অবস্থা বাস থেকে নামা যাত্রীদেরও। হাতেগোনা দুই একজন ছাড়া কাউকেই ছাতা ব্যবহার করতে দেখা যায়নি। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অল্প কয়েকজন ছাতা ব্যবহার করলেও ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া বেশিরভাগ যাত্রী ছাতা ছাড়াই চলাচল করছেন।

অপেক্ষারত যাত্রীদের কাছে জানতে চাইলে তারা বলেন, সড়কে এত মানুষ যে, ছাতা নিয়ে হাঁটাচলা কষ্টকর। তাছাড়া বাসে উঠে যাবো বলে ছাতা নিয়ে বের হইনি।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘হিটস্ট্রোক’ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের বিশেষ প্রস্তুতি

আরও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি

রস-শরবত বিক্রির ধুম, দম ফেলারও ফুরসত নেই

ওয়ারলেস এলাকার ফুটপাতে হেঁটে চলা আব্দুল আওয়াল বলেন, ওয়ারলেস থেকে মগবাজার মোড়ে যাবো। বাসার গলিতে মোটামুটি ছায়া আছে। আর এই সড়কে দোকানের পাশ দিয়ে হেঁটে চলে যাব, তাই ছাতা নিইনি। গরম অনেক বেশি কিন্তু কাছাকাছি যাবো তাই পানিও নিইনি।

Raj3

হিট স্ট্রোকের বিষয়ে জানেন কি না জানতে চাইলে তিনি বলেন, কয়েক দিন যাবত টিভিতে এ সংক্রান্ত বিজ্ঞাপন দেখছি। ফেসবুকেও পোস্ট দেখছি। দূরে গেলে অবশ্যই ছাতা ও পানি নিয়ে যাব।

একটি কোম্পানির মার্কেটিংয়ের কাজ করা মাহমুদুল হাসানের সাথে কথা হয় এই প্রতিবেদকের। ঢাকা মেইলকে তিনি বলেন, সরকারি নির্দেশনা থাক বা না থাক নিজের নিরাপত্তার কথা ভেবেই সাথে ছাতা ও পানি বহন কর। মার্কেটিংয়ের কাজে প্রায় সারাদিনই রাস্তায় থাকতে হয়। রোদ, বৃষ্টি যাই থাকুক বাইরে কাজ করতে হবে। তাই ছাতা সাথে রাখি। এখন মারাত্মক গরম ও রোদ, এ অবস্থায় ছাতা ছাড়া সম্ভব নয়।

এমএইচ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর