দ্বিতীয় দফায় দেশের ১৬০টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ মে। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। তিন পদে রোববার (২১ এপ্রিল) মোট দুই হাজার ৫৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে ইসি সূত্রে জানা গেছে।
এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭৬৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এবারের উপজেলা নির্বাচন কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ২১ মার্চ প্রথম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুসারে আগামী ৮ মে প্রথম ধাপে ১৫২ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ১ এপ্রিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেন ইসি সচিব জাহাংগীর আলম। ১৬০ উপজেলায় ২১ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন
আর তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করা হয় গত ১৭ এপ্রিল। এই ধাপে দেশের ১১২টি উপজেলায় আগামী ২৯ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বিইউ/জেবি

