মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গরমে সুপেয় পানি নিয়ে শ্রমজীবীদের পাশে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪, ০৯:৩৮ এএম

শেয়ার করুন:

গরমে সুপেয় পানি নিয়ে শ্রমজীবীদের পাশে পুলিশ

রাজধানীতে তীব্র তাপদাহে পথচারী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে সুপেয় পানি নিয়ে পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিষয়টি নিয়ে ডিএমপির সকল থানাকে নির্দেশ দিয়েছেন কমিশনার হাবিবুর রহমান। ইতোমধ্যে সেই নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু করেছে পুলিশ। প্রতি থানার বিভিন্ন এলাকায় পানির বোতল বিতরণ করা হচ্ছে। এছাড়াও বড় বড় ট্যাংকে পানি ভরে বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে যাতে মানুষ গরমের মধ্যে রাস্তাঘাটে খুব সহজে পানি পেতে ও পান করতে পারেন। পাশাপাশি পুলিশ সদস্যদের মাঝেও ছাতা, খাবার স্যালাইন ও ঠাণ্ডা পানি বিতরণ করা হচ্ছে।

মানবিক সহায়তা হিসেবে ডিএমপির বিভিন্ন থানা পুলিশ সুপেয় পানি বিতরণ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার থেকে ধানমন্ডি, উত্তরখান, ডেমরাসহ কয়েকটি থানা এলাকায় চলছে এই পানি বিতরণ কার্যক্রম। যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন


আরও জানা গেছে, শুক্রবার ডিএমপিতে কর্মরত ট্রাফিক পুলিশ সদস্যদের জন্য ছাতা, ঠান্ডা পানি, স্যালাইনসহ বিভিন্ন সামগ্রী দেন ডিএমপি কমিশনার। এসময় তিনি সাধারণ নগরবাসীর সেবায় সকলকে পাশে থাকার আহ্বান জানান। এরপরই থানা পুলিশ খেটে খাওয়া সাধারণ মানুষকে ঠান্ডা পানির বোতল, ভ্রাম্যমান বাতিল ট্যাঙ্ক স্থাপন ও লেবু বা শরবত খেতে দিচ্ছেন।

dmp1

ডিএমপি ছাড়াও পুলিশ লাইন্স রাজারবাগ মসজিদ থেকে ট্যাং ভরে ভরে রাতের বেলাতেও পানি সরবরাহ করছেন পুলিশ সদস্যরা। এজন্য কিছু পুলিশ সদস্যকে নির্দিষ্ট করে কাজটি দেওয়া হয়েছে। প্রতিটি ট্যাংকে একটি করে ট্যাব ও স্টলের মগ চেইন দিয়ে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। যাতে পথচারীরা এই মগ ব্যবহার করে পানি পান করেন। এসব ট্যাংকের গায়ে লেখা- সুপেয় পানি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এতে সহায়তা করছেন প্রতিটি থানার পুলিশ কর্মকর্তারা। তারা পুলিশের এ মানবিক কাজটিকে আনন্দের সাথে করছেন। নিজে মাঠে থেকে তারা তদারকিও করছেন। 


বিজ্ঞাপন


ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ ইসলাম বলেন, ডিএমপি পুলিশ কমিশনারের নির্দেশক্রমে ধানমন্ডি মডেল থানা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানির ব্যবস্থা করা হয়। তাপদাহ যতদিন চলবে আমরাও আমাদের কার্যক্রম চালিয়ে যাবো।

dmp2

তিনি আরও বলেন, আমরা আজ শনিবার দিনব্যাপী খেটে খাওয়া মানুষজনের মাঝে পানির বোতল বিতরণ করেছি। তারা গরমে পানির বোতল পেয়ে অনেক খুশি।

উওরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ আল মামুন বলেন, প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত খেটে খাওয়া মানুষকে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। অনেক সাধারণ মানুষ এতে উপকৃত হচ্ছেন।

এমআইকে/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর