রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ধানমন্ডিতে তৃষ্ণার্থ মানুষদের পানি পান করাল পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পিএম

শেয়ার করুন:

ধানমন্ডিতে তৃষ্ণার্থ মানুষদের পানি পান করাল পুলিশ
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় ৪০ ডিগ্রির বেশি তাপমাত্রায় যখন জনজীবনে হাঁসফাঁস অবস্থা তখন তৃঞ্চার্থ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে ধানমন্ডি থানা পুলিশ। শনিবার (২০ এপ্রিল) ধানমন্ডি মডেল থানা এলাকায় পুলিশ সদস্যরা পথচারীদের সুপেয় পানি পান করান।

ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, প্রচণ্ড তাপদাহে যখন জনজীবন বিপর্যস্ত তখন ঢাকা মহানগর পুলিশ কমিশনারের (ডিএমপি) নির্দেশে ধানমন্ডি মডেল থানা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


ওসি জানান, ডিএমপির পক্ষ থেকে সুপেয় পানি পেয়ে অসহায় ও শ্রমজীবী মানুষেরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।

Police2

পুলিশ সদস্যরা বলছেন, তীব্র গরমে অসহায় ও শ্রমজীবী মানুষকে একটু স্বস্তি দিতে এমন উদ্যোগ নিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মানবিক পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তার নির্দেশে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করছেন তারা। একাজ অব্যাহত থাকবে।

এমআইকে/জেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর