সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

থার্ড টার্মিনালের দেয়াল ভেঙে ভেতরে বাস, প্রাণ গেল প্রকৌশলীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৪, ০২:১৬ পিএম

শেয়ার করুন:

থার্ড টার্মিনালের দেয়াল ভেঙে ভেতরে বাস, প্রাণ গেল প্রকৌশলীর
ছবি: সংগৃহীত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দেয়াল ভেঙে বেপরোয়া একটি বাস ভেতরে ঢুকে যাওয়ায় এর নিচে চাপা পড়ে সিভিল এভিয়েশনের সিনিয়র একজন ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তার নাম মাইদুল ইসলাম সিদ্দিকী। তিনি সিভিল এভিয়েশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কর্মরত ছিলেন।

শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস জানান, রাইদা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তৃতীয় টার্মিনালের নিরাপত্তা দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়। এ সময় রাস্তা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ইঞ্জিনিয়ার মাইদুল ইসলাম। বাসচাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ সুরতহালের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

আরও পড়ুন

সড়ক দুর্ঘটনায় কণ্ঠশিল্পী পাগল হাসান নিহত

এ ঘটনায় বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা। তবে বাসটিকে জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর