সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

১৯ এপ্রিল দুবাই পৌঁছাবেন নাবিকরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

১৯ এপ্রিল দুবাই পৌঁছাবেন নাবিকরা
২৩ নাবিক। ছবি: সংগৃহীত

সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া ২৩ নাবিকসহ জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাইয়ের পথে রওনা হয়েছে। আগামী ১৯ এপ্রিলের মধ্যে জাহাজটি গন্তব্যে পৌঁছাতে পারে। পরে সেখান থেকে বিমানযোগে নাবিকদের দেশে ফিরিয়ে আনা হবে জানিয়েছে জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম।

রোববার (১৪ এপ্রিল) সকালে চট্টগ্রামে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন একথা জানিয়েছেন কেএসআরএমের উপদেষ্টা মিজানুল ইসলাম।


বিজ্ঞাপন


কেএসআরএম কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই পৌঁছার ২ থেকে ৩ দিনের মধ্যে নাবিকদের দেশে ফিরিয়ে আনা হবে।

এর আগে, গত ১২ মার্চ দুপুরে কেএসআরএম মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে যাত্রা শুরু করেছিল এমভি আবদুল্লাহ।

জিম্মি হওয়ার ৩১ দিন পর বিভিন্নভাবে দেনদরবার শেষে মুক্তিপণের মাধ্যমে অক্ষত অবস্থায় সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে শনিবার (১৩ এপ্রিল) রাতে মুক্ত হন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। জাহাজটির মালিকপক্ষ কেএসআরএম গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।

বিইউ/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর