বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলা নববর্ষে উৎসবে মেতেছে দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৪, ০৭:১০ এএম

শেয়ার করুন:

আজ বাংলা নববর্ষ, উৎসবে মেতেছে দেশ
ফাইল ছবি

আজ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, মুছে যাক গ্লানি- এই প্রত্যয়ে ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিচ্ছে দেশবাসী। ইতোমধ্যে শুরু হয়ে গেছে বর্ষবরণের অনুষ্ঠান। চলবে দিনব্যাপী।

রোববার (১৪ এপ্রিল) ভোরের প্রথম আলো যেন রাঙিয়ে দিয়েছে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। রাজধানী এবং সারাদেশজুড়ে বর্ষবরণের নানা আয়োজনে মেতেছে জাতি।


বিজ্ঞাপন


‘বাংলা নববর্ষ ১৪৩১’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার। দিনটি সরকারি ছুটির দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে। ভোর ছয়টায় রমনা বটমূলে ছায়ানটের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

আরও পড়ুন

বর্ষবরণে প্রস্তুত জাতি, মানতে হবে ১৩ নির্দেশনা

বাংলা নববর্ষ অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে: প্রধানমন্ত্রী

এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করবে। বাংলা নববর্ষের অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে। বাংলা নববর্ষের তাৎপর্য এবং মঙ্গল শোভাযাত্রার ইতিহাস ও ইউনেস্কো কর্তৃক এটিকে বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

RRR


বিজ্ঞাপন


বাংলাদেশ শিল্পকলা একাডেমি দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করবে। বাংলা নববর্ষে সকল কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারে (এতিমখানা) উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন করা হবে।

পয়লা বৈশাখ উপলক্ষে রমনা উদ্যানে ভিড় করছে নগরবাসী। তবে এবার ঈদের ছুটির সঙ্গে পয়লা বৈশাখ পড়ায় অন্যান্য বছরের তুলনায় ভিড় কম।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর