সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাভারে তেলের লরি উল্টে ৪ গাড়িতে আগুন, নিহত ১

জেলা প্রতিনিধি, সাভার, ঢাকা
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ০৭:৩৪ এএম

শেয়ার করুন:

সাভারে তেলের ট্যাংকার উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ১
ছবি সংগৃহীত

রাজধানীর ডেমরায় গ্যারেজে দাঁড় করিয়ে রাখা লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস পুড়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই আরেকটি বড় দুর্ঘটনা ঘটল সাভার এলাকায়। সেখানে একটি তেলের লরি উল্টে আগুন ধরে চারটি গাড়ি পুড়ে গেছে। এতে একজন মারা গেছেন। দগ্ধ হয়েছেন অন্তত নয়জন।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে হেমায়েতপুরের জোরপুল এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় তিন কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।


বিজ্ঞাপন


savar-2নিহত ব্যক্তির নামপরিচয় জানা যায়নি। মরদেহটি সাভার হাইওয়ে থানায় রয়েছে। বাকি দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- নজরুল ইসলাম (৪৫), মিলন মোল্লা (২২), মিম (১০), আল আমীন (৩৫), নিরঞ্জন (৪৫), হেলাল (৩০), আব্দুস সালাম (৩৫), সাকিব (২৪) ও মো. আল আমীন (২২)।

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, মিলন মোল্লা ৪৫ শতাংশ, মীমের ২০ শতাংশ, আল আমীনের ১০ শতাংশ, নিরঞ্জনের ৮ শতাংশ, আব্দুস সালামের ৫ শতাংশ ফেস বার্ন, সাকিব ও হেলালের ১০০ শতাংশ ফেস বার্ন হয়েছে। আর নজরুল ইসলামের শতভাগ পুড়ে গেছে।

আরও পড়ুন

গ্যারেজের আগুনে পুড়ল ১৪টি এসি বাস

সাভার ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানার পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে তেলবাহী লরি ঢাকার দিক থেকে সাভারের দিকে যাচ্ছিল। লরিটি ভোর সাড়ে পাঁচটার দিকে সাভারের জোরপুল এলাকায় পৌঁছার পর ঢাকা-আরিচা মহাসড়কে ইউটার্ন বানানোর লক্ষে সড়কের ওপর রাখা বোল্ডারের সঙ্গে ধাক্কা খায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় লরিটি। এরপর সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে তেলবাহী লরিতে আগুনে লেগে যায়। লরির আগুন একইমুখী একটি ক্যাভার্ড ভ্যান, দুটি ট্রাক ও একটি প্রাইভেটকারেও ধরে যায়। আগুনে ঘটনাস্থলে একজন দগ্ধ হয়ে মারা যান। এছাড়া আরও নয়জন দগ্ধ হন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সাভার হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। দগ্ধ ব্যক্তিদের চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠিয়ে দেন তারা।

savar-1সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (সাময়িক দায়িত্ব) মো. বাবুল আক্তার ঢাকা মেইলকে বলেন, স্থানীয়রা আগুন লাগার পরপরই আহতদের উদ্ধার করে সড়কে পাশে নিয়ে যায়। তবে আগুনে দগ্ধ মৃতদেহটি সিমেন্টবোঝাই ট্রাকের পাশে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে মরদেহটি ওই ট্রাকের কারও হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, আগুনে একজনের মৃতদেহসহ দগ্ধ আরও নয়জনকে উদ্ধার করা হয়। আহতদের প্রথমে সাভার উপেজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

প্রতিনিধি/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর