মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডেমরায় বাস গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

ডেমরায় বাসগ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২ ইউনিট 
ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরা এলাকায় একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে সংস্থাটি। 

সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস থেকে নিশ্চিত করা হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন
এবার বনানীর কড়াইল বস্তিতে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগ জানিয়েছে, ডেমরার কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় গ্যারেজে দাঁড় করিয়ে রাখা কয়েকটি বাসে এই অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পাওয়ার পর ৮টা ৫৯ মিনিটে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। রাস্তায় জ্যাম থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হচ্ছে।

তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

এর আগে গত ২৪ মার্চ রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বস্তির শতশত ঘর পুড়ে যায়।


বিজ্ঞাপন


এমআইকে/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর