বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পয়লা বৈশাখে অনুষ্ঠানস্থলে থাকবে সিসি ক্যামেরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ০৯:০৯ পিএম

শেয়ার করুন:

পয়লা বৈশাখে অনুষ্ঠানস্থলে থাকবে সিসি ক্যামেরা

এবার পয়লা বৈশাখের অনুষ্ঠানস্থল ও আশপাশের সমগ্র এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এর মাধ্যমে চলবে নজরদারি। পুলিশ কন্ট্রোল রুম থেকে সমগ্র এলাকা রিয়েল টাইম মনিটরিং করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

সোমবার (১ এপ্রিল) ডিএমপি সদর দফতরে সম্মেলন কক্ষে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভায় ডিএমপি কমিশনার এসব কথা বলেন।


বিজ্ঞাপন


হাবিবুর রহমান বলেন, যেসব সংগঠন পয়লা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করবে তাদের একজন করে প্রতিনিধি পুলিশ কন্ট্রোল রুমে যেখান থেকে সিসিটিভি মনিটরিং করা হবে সেখানে পুলিশের সাথে থাকবে। যদি কোথাও সন্দেহভাজন কাউকে দেখা যায় তাহলে সাথে সাথে সিসিটিভি ক্যামেরা দেখে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। কোথাও কোনো ধরনের নিরাপত্তার ব্যত্যয় দেখা দিলে সাথে সাথে ওই এলাকার দায়িত্বরত অফিসারকে তাৎক্ষণিকভাবে জানানো হবে ব্যবস্থা গ্রহণের জন্য।

ডিএমপি কমিশনার বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রার পথ ও আশপাশের এলাকা ভিডিও কাভারেজের মধ্যে রাখা হবে। কোনো দুস্কৃতিকারী যদি বাইরে থেকে কোনো অপতৎপরতা চালানোর চেষ্টা করে তাহলে ভিডিও ফুটেজ দেখে সহজেই তাকে শনাক্ত করা যাবে। যদিও এ ধরনের অপতৎপরতা চালানোর কোনো গোয়েন্দা তথ্য আমাদের কাছে নেই, তবুও সতর্কতার স্বার্থে আমাদের প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন

বাংলা নববর্ষ উদযাপনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৩ দফা নির্দেশনা

নগর পুলিশপ্রধান বলেন, বাংলা নববর্ষকে ঘিরে সাইবার গুজব প্রতিরোধের জন্য ডিএমপির সাইবার টিম প্রস্তুত রয়েছে। কোনো ধরনের সাইবার গুজব কারও নজরে এলে প্রথমেই পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন


কমিশনার বলেন, পয়লা বৈশাখ বাংলা নববর্ষের অনুষ্ঠানস্থল ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মহানগর পুলিশ। অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ব্যাগ নিয়ে আসা যাবে না।

পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে মসজিদে যাতে কোনো ধরনের নেতিবাচক প্রচার বা আলোচনা না করা হয় সেজন্য ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন ডিএমপি কমিশনার।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর এম মাকসুদুর রহমান; ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর