শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

নকল সার্টিফিকেট তৈরির কারখানায় ডিবির হানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২৪, ১০:৪৭ এএম

শেয়ার করুন:

loading/img
ফাইল ছবি

রাজধানীর আগারগাঁওয়ে একটি নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১ এপ্রিল) সকালে পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


ডিএমপির মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন খবরের ভিত্তিতে নকল সার্টিফিকেট তৈরির কারখানায় অভিযান চালানো হচ্ছে। অভিযানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রধান কম্পিউটার বিশেষজ্ঞসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল অবৈধ সার্টিফিকেট, মার্কশিট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

পুলিশ জানায়, রাজধানীতে দীর্ঘদিন ধরে একটি চক্র নকল সার্টিফিকেট ও মার্কশিট তৈরি করে আসছিল। তেমন একটি চক্রের সন্ধান পেয়ে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন