রোববার, ২৮ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিডিজেএ’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতারে সাংবাদিকদের মিলনমেলা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪, ১০:২৯ এএম

শেয়ার করুন:

বিডিজেএ’র দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতারে সাংবাদিকদের মিলনমেলা

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ) এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে রেইনি রুফ রেস্টুরেন্টে এই সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সংগঠনের সভাপতি তারিকুল ইসলাম মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব সৈকতের সঞ্চালনায় অতিথি ছিলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আখতারুজ্জামান, এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান তমাল পারভেজ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, রাজনীতিবিদ আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের সহকারী পরিচালক আয়েশা আক্তার,  নেসলে বাংলাদেশের পাবলিক রিলেশন বিভাগের কর্মকর্তা রিশাদ জামান।

এ ছাড়াও বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজেএ’র সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, বিএফইউজেএ’র  যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, ক্রাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিইউজেএ’র সাবেক সহসভাপতি মানিক লাল ঘোষ, বিডিজেএ সাবেক সভাপতি আমিন আল রশিদ, সিনিয়র সাংবাদিক বদরুল আলম নাবিল, নজরুল ইসলাম।

অনুষ্ঠানে ডিআরইউ এর সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব, মশিউর রহমান, টিসিএ সভাপতি ফারুক হোসেন তানভিরসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতারাসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত বিডিজেএ’র দুই শতাধিক সদস্য অংশ নেন।

বক্তব্যে ঢাকাতে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি, নিজেদের অধিকার এবং পেশাগত মানউন্নয়নে বিডিজেএ কাজ করবে বলে প্রত্যাশা জানান অতিথিরা।  


বিজ্ঞাপন


একই সাথে বরিশাল বিভাগের উন্নয়নে ভূমিকা রাখারও আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন বিডিজেএর সহ সভাপতি এম এম বাদশাহ, যুগ্ম সম্পাদক সানবির রূপল, রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক মাহবুব জুয়েল, দপ্তর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, প্রশিক্ষণ সম্পাদক বুরহান উদ্দিন, নির্বাহী সদস্য নাদিরা জাহান, মিজানুর রহমান মিন্টু, হাসিব মাহমুদ শাহ। 

ইফতার মাহফিল শেষে দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর