শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বীর শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৪, ১২:২৭ পিএম

শেয়ার করুন:

বীর শহীদদের প্রতি ইউজিসির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

আরও পড়ুন
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

এ সময় ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ও ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ওমর ফারুখ, জেনারেল সার্ভিসেস, এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

এছাড়া শ্রদ্ধা নিবেদনের সময় ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মহিব্বুল আহসান, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন খানসহ কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং অ্যাসোসিয়েশন ও ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর