বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গ্রেফতার ৬

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৪, ০২:৩৪ পিএম

শেয়ার করুন:

বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ গ্রেফতার ৬

রাজধানীর মিরপুর এলাকা থেকে ভেজাল ওষুধ বিক্রয়কারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৪ মার্চ) বিকেলে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- জহুরুল ইসলাম (৪১), সাবিদ চৌধুরী (৩৩), মোহাম্মদ আলী (৪১), রাফিদ ইসলাম নুহিন (১৯) ও জাকির নাসের (২২)।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মাটির নিচে লুকানো ছিল ৩৬ কেজি গাঁজা

এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের মোবাইল ফোন ৮টি, সিম কার্ড ১৩টি, ল্যাপটপ ৩টি, আইডি কার্ড ২টি, ডিয়া ফিক্স নামে ১৪০ বোতল ওষুধ, বুস্টার বক্স ৪১০ বোতল, লেবেল ছাড়া সবুজ রংয়ের ক্যাপসুল ৩৭০ বোতল, ডিয়া ফিক্স, প্রিমিয়াম হার্বাল ফর্মুলা লেবেল ৩০টি, গিংকো হিলোবা ১০০ গ্রাম যৌন উত্তেজক পাউডার, বিভিন্ন ওষুধ ও সাপলিমেন্ট তৈরির ফর্মুলা লেখা একটি ডায়েরীও প্রায় ৩৮ লাখ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। 

তিনি জানান, চক্রটি দীর্ঘদিন থেকে ফেসবুকে পেজ খুলে ভেজাল ওষুধ বিক্রি করে আসছিল। তারা গ্রাহকের বিশ্বস্ততা অর্জনের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির নামেও প্রচার চালাতো। তাদের কয়েক কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। 


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর