নবাবী ভোজ রেস্তোরাঁর পর এবার রাজধানীর বেইলি রোডের সুলতানস ডাইন সিলগালা করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে সুলতানস ডাইন রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় সংস্থাটি। অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার।
বিজ্ঞাপন
গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ নামে একটি সাততলা ভবনে আগুন লাগে। আগুনে ৪৬ জনের মৃত্যু হয়। ভবনটির প্রায় প্রতিটি ফ্লোরে রেস্টুরেন্ট ছিল।
ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের পরই রাজধানীর বিভিন্ন ভবনে রেস্তোরাঁ তৈরি নিয়ে উদ্বেগের কথা জানান বিশেষজ্ঞরা। এরপরই এসব অবৈধ রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযানে নামে রাজউকসহ বিভিন্ন সরকারি সংস্থা।
বিজ্ঞাপন
এরই অংশ হিসেবে আজ বেলা ১১টার দিকে বেইলি রোডে অভিযান চালাতে যায় রাজউকের কর্মকর্তারা। অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন।
পরে অভিযান পরিচালনাকারী দলটি বেইলি রোডের সুলতানস ডাইন পরিদর্শনে যায়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টটি বন্ধ রয়েছে। সেখানে এক নোটিশে লেখা ছিল, ‘রেনোভেশন কাজের জন্য সাময়িকভাবে সুলতানস ডাইন বন্ধ রয়েছে’। পরে বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেয় সংস্থাটি।
এমআর