রাজধানীর বেইলি রোডের ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন না যেতেই এবার ওয়ারীতে পেশওয়ারেইন নামের একটি রেস্টুরেন্টের রান্নাঘরে আগুনের ঘটনা ঘটেছে। তবে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হয়েছে বলে জানা যায়।
শুক্রবার (১ মার্চ) রাত ১০টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১৮ মিনিট পর ১০টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, সূত্রাপুর থেকে ২টি ইউনিট দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রাস্তায় জ্যামের কারণে সিদ্দিকবাজার থেকে আরও ২টি ইউনিট পাঠানো হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কোটেজ ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ৪৬ জন নিহত হন এবং দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও ১২ জন।
বিইউ/এমএইচটি