সম্মিলিত কবিতার বই-৪-এর মোড়ক উম্মোচন করা হয়েছে। ঢাকার নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ডটকমের এ বইটি প্রকাশ করেছে শিরীন পাবলিকেশন্স। বইটির প্রধান সমন্বয়ক এম রহমান তারেক।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে সম্মিলিত কবিতার বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
বইটির মোড়ক উন্মোচন করেন প্রথম আলোর বিশেষ ক্রোড়পত্রের সমন্বয়ক, অণুকাব্যকার ও জনপ্রিয় ছড়াকার সাইদুজ্জামান রওশন ওরফে দন্ত্যস রওশন।
এ সময় উপস্থিত ছিলেন- কবি এম এম হুমায়ুন কবীর, শেরতাজ খান, আফসার উদ্দিন, আলামিন চৌধুরী স্বপন, কাজী মহিউদ্দিন, ভিনসেন্ট রিচমন্ড গোমেজ এবং আরও অনেকে।
বিজ্ঞাপন
বইটির সম্পাদনা করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের উপ-সহকারী পরিচালক মো. শাজাহান শিকদার।
এমআইকে/এমএইচএম