অমর একুশে বইমেলায় এসেছে কবি রাসেল আশেকীর মহাকাব্য সিরিজের প্রথম কাব্যগ্রন্থ ‘বঙ্গবন্ধু, কোথায় লিখব মহাকাব্য’।
রাসেল আশেকী জানান, এই মহাকাব্যটি সূফীবাদ উত্তর আধ্যাত্মিক পরাবাস্তবতার অমূল্য সম্পদ, যা নতুন মেটাফোর, মেটাফিজিক্স ও স্ট্রিংতরঙ্গের খনি, মানুষ নামের অন্তরগ্রহের জাগরণী এবং অন্তরশিল্পের শিল্পভূমি। যেখানে বঙ্গবন্ধু এসেছেন নতুন রূপে নতুনতর মাত্রায়। সেই সঙ্গে হৃদয় প্রজ্ঞায় এসেছে আসল মানুষ ও প্রেম-প্রশান্তির দাওয়াই।
বিজ্ঞাপন
তিনি আরও জানান, মহাকাব্য সিরিজের প্রথম কাব্যগ্রন্থটিতে তিনটি পর্ব দিয়ে সজ্জিত। সেগুলোর শিরোনাম— ‘বঙ্গবন্ধু, কোথায় লিখব মহাকাব্য’, ‘আসল মানুষ’ ও ‘আশেকীর দাওয়াই’।
বইটির পরিবেশক পাঠক সমাবেশ ও কবিতাচর্চা। এছাড়া, পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার লিটনম্যাগ প্রাঙ্গণেও। পরিবেশক সূত্রে জানা গেছে, গ্রন্থটি বইমেলায় কবিতা-পাঠকদের মাঝে সাড়া জাগিয়েছে।
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে ‘শান্তির প্রবেশ’ । প্রচ্ছদ এঁকেছেন শিল্পী ধ্রব এষ। বিনিময় মূল্য ৩০০ টাকা। পৃষ্ঠা সংখ্যা ৪৮।
কবি, উন্নয়ন উদ্যোক্তা ও শান্তিকর্মী রাসেল আশেকীর প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা একুশটি। এর মধ্যে রয়েছে— ‘প্রেমিক এসেছি ফিরে’, ‘লালঘোড়া নীলঘোড়া’, ‘প্রেমভূমি’, ‘প্রেম ছাড়া কোনো পথ খোলা নেই’, ‘একটি ভাষণ একটি দেশ’, ‘ভালোবাসার সিলমোহর’।