এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে রম্য লেখক ও শিশু সাহিত্যিক সত্যজিৎ বিশ্বাসের দুটি কমিকস বই ‘আবৃত্তি প্রতিযোগিতা’ ও ‘গোয়েন্দাগিরি’।
বাচ্চাদের উপযোগী দারুণ গল্পের সাথে নভিয়া নভেলীর চমৎকার সব ইল্টাস্ট্রেশন নিয়ে কমিকস বই ‘আবৃত্তি প্রতিযোগিতা’ প্রকাশ করেছে গ্রন্থকুটির।
বিজ্ঞাপন
বইটির মুদ্রিত মূল্য ২০০টাকা, যা বইমেলায় ২৫% কমিশনে পাওয়া যাবে ১৫০ টাকায়। ‘আবৃত্তি প্রতিযোগিতা’ পাওয়া যাবে গ্রন্থকুটিরের স্টল ১৮০-১৮৩ এবং শিশু গ্রন্থকুটিরের স্টল ৬৯১-৬৯২তে।
অন্যদিকে দারুণ অ্যাডভেঞ্চার গল্পের সাথে আনিকা নাওয়ার ঈহার চমৎকার সব ইল্টাস্ট্রেশন নিয়ে কমিকস বই ‘গোয়েন্দাগিরি’ প্রকাশ করেছে বিদ্যানন্দ প্রকাশনী।
বইটির মুদ্রিত মূল্য ২০০টাকা, যা বইমেলায় ২৫% কমিশনে পাওয়া যাবে ১৫০ টাকায়। ‘গোয়েন্দাগিরি’ পাওয়া যাবে বিদ্যানন্দ প্রকাশনীর স্টল ৬৪৮ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্টল ৮৩৯ এ।
কাহিনি সংক্ষেপ
বিজ্ঞাপন
‘আবৃত্তি প্রতিযোগিতা’: শফিক স্যারের ক্লাস চলছে। এমন সময় পিওন রহমত মিয়া একটা নোটিশ নিয়ে এলো। নোটিশের দিকে দ্রুত চোখ বুলিয়ে স্যার বললেন, মন দিয়ে শোনো সবাই, তোমরা যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় নাম দিতে চাও, জামসেদ স্যারের কাছে নাম জমা দাও। প্রতিযোগিতার বিষয় গান, নাচ, আবৃত্তি।
নোটিশ শুনে কে কি করবে তার মহড়া শুরু হয়ে গেল টিফিন টাইমে। তিতির বলল, আমি তিতির, মাস্টার নজরুলগীতির। আকরাম বলল, আমি আকরাম, আবৃত্তিতে দেব নাম। সবার কথা শুনে চিন্টু বলল, মন দিয়ে শোন, চিন্টুর তিনটাই সেফ জোন। তারপর সেই প্রতিযোগিতায় কী হলো জানতে হলে হাতে নিতে হবে কমিকসের বই ‘আবৃত্তি প্রতিযোগিতা’।
‘গোয়েন্দাগিরি’: গোয়েন্দাগিরি সহজ কাজ না। সেটা কে না জানে? তাই বলে টিংকু, পিংকু তো আর বসে থাকতে পারে না। তাদের এলাকায় চুরি হবে, আর সেটা বসে বসে দেখবে? দেরি না করে চোর ধরার মিশনে নেমে পড়ে টিংকু, পিংকু। কী হলো সেই গোয়েন্দা মিশনে?
মজার সেই কান্ড কারখানা পড়তে হলে আর আনিকা নাওয়ার ঈহার আঁকা চমৎকার সব ইলাস্ট্রেশনে টিংকু, পিংকুর কান্ড-কারখানা দেখতে হলে হাতে নিতে হবে এই কমিকস বইটি।