কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ৯৮৪ পিস ইয়াবাসহ মো. ইউসুফ (৩৬) নামে এক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া বিভাগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এর আগে সোমবার ভোলা জেলার সদরের ইলিশা ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোলা এলাকায় ১ হাজার ৯৮৪ পিস ইয়াবা, একটি মোবাইল ও নগদ ১ হাজার ৮২ টাকাসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি একজন মাদক কারবারি। তিনি লক্ষ্মীপুর থেকে ভোলার ইলিশায় ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে এসেছিলেন। জব্দ ইয়াবা ও অন্য আলামতসহ ওই মাদক কারবারিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমআইকে/এইউ