মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

আঞ্চলিক ভাষায় হামিদা আনজুমানের ‘আংগ বাড়ি বাঞ্ছারামপুর’

তানজিদ শুভ্র
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৫ পিএম

শেয়ার করুন:

আঞ্চলিক ভাষায় হামিদা আনজুমানের ‘আংগ বাড়ি বাঞ্ছারামপুর’

এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে হামিদা আনজুমান এর পঞ্চম মৌলিক বই ‘আংগ বাড়ি বাঞ্ছারামপুর’। বইটি প্রকাশ করছে শব্দকথা প্রকাশন। বইটির প্রচ্ছদ করেছেন আশীষ আচার্য্য।

প্রকাশক জানান, বইটি অমর একুশে বইমেলায় ৪০৫ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মলাটমূল্য ২৫০ টাকা।


বিজ্ঞাপন


বইটি প্রসঙ্গে খ্যাতিমান ছড়াকার ও শিশুসাহিত্যিক লুৎফর রহমান রিটন লিখেছেন, হামিদা আনজুমানের ‘আংগ বাড়ি বাঞ্ছারামপুর’ বাংলা আঞ্চলিক ছড়ার ইতিহাসে একটি অনন্য ও উল্লেখযোগ্য সংযোজন। ভবিষ্যতের গবেষকদের জন্যে বইটি গুরুত্বপূর্ণ রেফারেন্সগ্রন্থ হিসেবে বিবেচিত হবে। ছন্দ ও মিলের ক্ষেত্রে হামিদার চোখ এবং কান খুবই সতর্ক। পাঠক আরাম পাবেন ছড়াগুলো পাঠ করার সময়।

‘আংগ বাড়ি বাঞ্ছারামপুর’ বইটিতে আঞ্চলিক ভাষায় রচিত আটান্নটি কবিতা মলাটবদ্ধ হয়েছে। কবিতাগুলোতে শব্দ ও ছন্দের দ্যোতনায় ফুটে উঠেছে লোকজীবনের প্রেম-বিরহ, আনন্দ-বেদনা, হাস্যরস, অনিয়ম-অসঙ্গতি এবং জীবনবোধের চিত্র। পাঠকের সুবিধার্থে প্রতিটি ছড়ার শেষে আঞ্চলিক শব্দগুলোর প্রমিতরূপটি দেওয়া আছে।

বইটি প্রসঙ্গে হামিদা আনজুমান বলেন, প্রযুক্তি-নির্ভরতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার ব্যাপক প্রসারের কারণে আঞ্চলিক ভাষা হারিয়ে যেতে বসেছে। আঞ্চলিক ভাষা নিঃসন্দেহে আমাদের অহংকার। বাঞ্ছারামপুরের ভাষা আমি ভুলতে পারি না। এই প্রাণের ভাষাকে বাঁচিয়ে রাখতে হবে, সেই বোধ থেকেই আমি প্রমিত ভাষার পাশাপাশি আঞ্চলিক ভাষায় ছড়া, কবিতা লেখা শুরু করি। তিনি আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর এবং এর সাথে লাগোয়া তিনটি জেলা তথা সারা বাংলার সকল পাঠকদের জন্য বইটি নিবেদন করছি। সবাই প্রার্থনায় রাখবেন, পাশে থাকবেন।

হামিদা আনজুমান একজন ছড়াকার, কবি, শিশুসাহিত্যিক। লিখছেন, কাজ করছেন আঞ্চলিক ভাষা নিয়ে। বিশেষ আগ্রহ পানতুম কবিতা রচনায়। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে। বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন নরসিংদী সরকারি কলেজে। 


বিজ্ঞাপন


তার প্রকাশিত অন্যান্য মৌলিক বইসমূহ- চড়ুইভাতি, আমি জন্মেছি বাংলায়, রোয়াংছড়ির পাহাড়ে, চা বানায় কোলাব্যাঙ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন কর্তৃপক্ষ শ্রেষ্ঠ জয়িতা পদক-২০২২ খেতাব লাভের পাশাপাশি আরও পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর