মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন ৭ জন

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

‘ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’ 

এই বছরের ছোটদের সময় শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন রোকেয়া খাতুন রুবী (কিশোর গল্প)  স. ম শামসুল আলম (ছড়া) আশরাফুল আলম পিনটু  (উপন্যাস) রজত (প্রচ্ছদ ও গ্রন্থচিত্রন)।

এছাড়া অমর একুশে গ্রন্থমেলা ২০২৪-এ ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত তিনটি সেরা ছড়ার বইয়ের লেখককে পুরস্কৃত করা হয়েছে।তারা হলেন শাহনাজ পারভীন (মন উড়ে যায় পাখির ডানায়) দুলাল নজরুল (মন ছুটে যায়)  ও এরশাদ জাহান রাতের নাকে চাঁদের ফুল বইয়ের জন্য এ পুরস্কারে মনোনীত হয়েছেন।


বিজ্ঞাপন


৯ ফেব্রুয়ারি রাবেয়া রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয়, সম্মানপত্র।

একে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর