বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

বইমেলায় মাসুম আওয়া‌লের ‘আমার বর্ণমালা’ সি‌রিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩২ পিএম

শেয়ার করুন:

বইমেলায় মাসুম আওয়া‌লের ‘আমার বর্ণমালা’ সি‌রিজ

ছড়া মা‌নেই আনন্দ খু‌শির ধারা। এবার অমর একু‌শে বই‌মেলা ২০২৪ এ প্রকাশ হ‌য়ে‌ছে গীতিকার ও ছড়াকার মাসুম আওয়া‌লের ছড়ায় ছড়ায় ‘আমার বর্ণমালা’ সি‌রিজ। চার‌টি বইয়ের এই সি‌রি‌জের বইগু‌লোর নাম ‘আমার বর্ণমালা’, ‘বর্ণমালা পা‌খি’, ‘বর্ণমালার ফুল’ ও ‘বর্ণমালার ফল’।

অমর একু‌শের বই‌মেলার প্রথম দিন থে‌কেই লিটলম‌্যাগ চত্ব‌রে দোলন-এর ৪০ নাম্বার স্ট‌লে পাওয়া যা‌চ্ছে বইগু‌লো। চার র‌ঙের দারুণ ছড়া ও ছ‌বি‌তে সাজা‌নো সি‌রিজ‌টি এরই ম‌ধ্যে শিশুদের মন জয় ক‌রে নি‌য়ে‌ছে।


বিজ্ঞাপন


প্রকাশক কামাল মুস্তাফা জানালেন, মেলার প্রথম পাঁ‌চ‌ দি‌নে খুব ভা‌লো সাড়া মি‌লে‌ছে অভিনব এই বর্ণমালা সি‌রি‌জের। অনলাইনেও সংগ্রহ কর‌ছেন অনেকে।  

কী আছে এই বর্ণমালার বই‌য়ে? শিশু সা‌হি‌ত্যিক মাসুম আওয়াল ব‌লেন, বর্ণমালা দি‌য়েই সবার পড়ার হা‌তে খড়ি হয়। আমার চাওয়া ব‌র্ণের নির্ভুল উচ্চারণ শিখুক আমা‌দের শিশুরা। অ তে অজগ‌রের ভয় না পে‌য়ে অ তে অমর একুশ, ব তে বাংলা‌দেশ, ম তে মু‌ক্তিযুদ্ধ শি‌খে বড় হোক তারা।

লেখক জানান, এখা‌নে প্রতি‌টি বই‌য়ের ছড়া পড়‌তে পড়‌তে স‌ঠিক উচ্চার‌ণে বর্ণমালা শিখ‌বে শিশুরা। আমার বর্ণমালা বই‌টি‌তে বর্ণমালা শিখ‌তে শিখ‌তে প্রিয় বাংলা‌দেশ‌, ভাষা আ‌ন্দোলন, মু‌ক্তিযুদ্ধ, বাংলাদে‌শের প্রকৃ‌তি, জাতীয় ফুল, ফল, পশু, পা‌খি সম্প‌র্কে জান‌বে। যেমন-

অ‌ তে জা‌নি অমর একুশ
অমর মাতৃভাষা,
আ‌ তে আমার আকাশ ভরা
মা‌য়ের ভা‌লোবাসা।


বিজ্ঞাপন


বর্ণমালার পা‌খি বই‌টি পড়‌তে পড়‌তে ৪০‌টির অ‌ধিক পা‌খির স‌ঙ্গে প‌রি‌চিত হ‌বে। যেমন-

হ্রস্ব ই তে ইমু পা‌খির 
উড়‌তে না‌কি মানা,
দীর্ঘ ঈ তে ঈগল পা‌খির
মস্ত বড় ডানা।

বর্ণমালার ফুল বই‌টি পড়‌তে পড়‌তে ৫০‌টির অ‌ধিক ফু‌লের স‌ঙ্গে প‌রি‌চিত হ‌বে। যেমন-

গ তে গোলাপ গাঁদা`র মেলা
ঘাস ফুল হ‌য় ঘ তে,
ঙ সে‌দিন আঙুর ফু‌লের
দেখা পে‌লে প‌থে।

বর্ণমালার ফল` বই‌টি পড়‌তে পড়‌তে ৭০‌টির অ‌ধিক ফ‌লের স‌ঙ্গে প‌রি‌চিত হ‌বে। যেমন-

ঝ তে ঝুমকা ফল‌কে সবাই
প‌্যাশন ব‌লে ডা‌কে,
আঞ্জির ফ‌লের মা‌ঝে ঞ
মুখ লু‌কি‌য়ে থা‌কে।

সবশেষে লেখক জানান, আবৃ‌ত্তির জন‌্যও দারুণ ছড়াগু‌লো। চার র‌ঙে ছাপা ‘আমার বর্ণমালা’ সি‌রি‌জের মূল‌্য ৬০০টাকা। বই‌মেলা উপল‌ক্ষ্যে ২৫% ছা‌ড়ে মূল‌্য মাত্র ৪৫০টাকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর