ভূত দেখার প্রবল আগ্রহে একদল কিশোরের শাসরুদ্ধকর অভিযান, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা, শ্রেণিকক্ষে খুনসুটি, বন্ধুর প্রতি মমত্ববোধ আর মানবিক হয়ে উঠার গল্প নিয়ে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে ইমতিয়াজ আহমেশের কিশোর উপন্যাস ‘ভূতুড়ে জঙ্গল’।
গ্রামীণ পটভূমিতে শিশু-কিশোরদের জন্য লেখা বইটি প্রকাশ করেছে প্রিয় বাংলা। বইটির প্রচ্ছদ করেছে এসএম জসিম ভূঁইয়া।
বিজ্ঞাপন
প্রকাশক জানান, বইমেলার ৪০১ ও ৪০২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া রকমারি, প্রথমা, বইফেরীসহ বিভিন্ন অনলাইন বুকশপ থেকে বইটি অর্ডার করা যাচ্ছে। বইটির মলাট মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।
বইটি সম্পর্কে ইমতিয়াজ আহমেদ বলেন,‘গ্রামীণ পটভূমিতে লেখা বইটির কাহিনী অ্যাডভেঞ্চারমূলক। ভৌতিক আবহের আড়ালে অপরাধের সন্ধান, শ্বাসরুদ্ধকর অভিযান, আর শ্রেণিকক্ষের আনন্দময় খুনসুটির গল্প। যা কিশোর বয়সীদের আনন্দের খোড়াক হয়ে উঠবে।'
ইমতিয়াজ আহমেদ পেশায় শিক্ষক। বসবাস মাদারীপুরের শিবচরে। শিক্ষকতার পাশাপাশি পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেন। গল্প লেখার মধ্য দিয়ে সাহিত্যচর্চার হাতেখড়ি। লেখকের প্রকাশিত অন্য বই- ‘কুয়াশায় মোড়ানো বিকেল’, ‘মৃত্যু’, ‘শূন্যতা ছুঁয়ে যায়’, ‘কবিতা ও প্রেম’ এবং ‘অশ্রু তুমি চিবুকেই হও শেষ’।
বিজ্ঞাপন
এজেড