শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ মে ২০২২, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

‘শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে’
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় দেশে ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সুনামগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।


বিজ্ঞাপন


পরিকল্পনামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে এখন ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে প্রশিক্ষণের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে। প্রবাসে যেতে আগ্রহীদের জন্য টিডিসি হচ্ছে। সুনামগঞ্জ জেলার হাওরপাড়ের পিছিয়ে পড়া মানুষকে কর্মদক্ষ করতে একাধিক মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।

দেশের একটি জনগোষ্ঠী চাকরি ছেড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছে জানিয়ে মন্ত্রী বলেন, আমার সেই সময় নেই, বয়স হয়ে গেছে। তা না হলে আমিও তোমাদের মতো কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে আউটসোর্সিং করতাম। নিজেরা নিজের কাজ করা এটা সম্মানের। নিজের জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়া মূল্যহীন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক শাহানুর আলম। এছাড়া বিশেষ অতিথির হিসেবে অন্যদের মধ্যে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।


বিজ্ঞাপন


এএম/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর