রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদের দ্বিতীয় দিনে সড়কে নিহত ২২

ইকরামুল হক নিলয়
প্রকাশিত: ০৪ মে ২০২২, ১১:১২ পিএম

শেয়ার করুন:

ঈদের দ্বিতীয় দিনে সড়কে নিহত ২২
ছবি: ঢাকা মেইল

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে দেশজুড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশতাধিক মানুষ।

বুধবার (৪ মে) দেশের ১১ জেলায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে শুধু রংপুরেই মাইক্রোবাস ও সিএনজির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।


বিজ্ঞাপন


এ দিন সন্ধ্যা ৭টার দিকে জেলার সদর উপজেলার পাগলাপীর সলেয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুরগামী একটি মাইক্রোবাস ইউটার্ন নেওয়া একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া ওই ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আরও দুই যাত্রীর মৃত্যু হয়।

ভয়াবহ এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- তারাগঞ্জ উপজেলার ইকরচালী গ্রামের মৃত কপিল উদ্দিনের ছেলে ছেয়াদুল ইসলাম ছোপড়া (৩৭), একই এলাকার নাজমা বেগম (৪৭) ও সদর উপজেলার পাগলাপীরের আমজাদ হোসেন (৫০)। এছাড়া বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে, বুধবার মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রীর মৃত্যু হয়েছে। রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সানেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া না গেলেও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, পঞ্চগড়ে ঈদ উপলক্ষে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার বিকেলে জেলার সদর উপজেলার অমরখানা ইউনিয়নের মডেলহাট-তালমা সড়কের জমাদারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


এ দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া এলাকার পয়কাম ইসলামের ছেলে নতুন (১৮), একই এলাকার তারেক বিল্লালের ছেলে শিশির (১৭) এবং কাব্বাস আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (১৭)। তারা তিনজন সম্পর্কে একে অপরের চাচাতো ভাইও।

এদিকে, ঈদের দ্বিতীয় দিনে কুষ্টিয়ার খোকসা উপজেলায় পিকআপভ্যান চাপায় শ্যালো ইঞ্জিনচালিত থ্রি-হুইলারের দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন যাত্রী। বুধবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফিরোজ মণ্ডল (৪৫) ও ভাই মাদরাসাছাত্র সামিরুল (১০)। তারা পাংশা উপজেলার কলিমহর গ্রামে কৃষক রেজাউল ইসলামের ছেলে। তারা সম্পর্কে একে অপরের ভাই।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার সকাল পৌনে ১০টার দিকে বাস উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা স্বাধীন বাংলা নামে একটি বাস কমলদহ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা জেলার রায়পুরের হুমায়ুন কবিরের ছেলে মো. ফয়সাল (২২) ও চট্টগ্রাম জেলার পটিয়ার স্বপন আচার্যের ছেলে শান্ত আচার্য (২৩)।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব চন্দ্র নাথ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এদিকে, ঈদের দ্বিতীয় দিনের প্রথম প্রহরে মঙ্গলবার রাত ১২টার দিকে থ্রি-হুইলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। একই সময় আহত হয়েছেন আরও একজন। ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নীরব (২৫) এবং একই এলাকার নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, বুধবার দুপুর আড়াইটার দিকে জয়পুরহাটে অটোরিকশার ধাক্কায় মিতু আক্তার (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বানিয়াপাড়া শ্বশুরবাড়ি থেকে মা, ভাই, ভাবিসহ পাঁচজনকে নিয়ে একটি অটোরিকশায় করে বাবার বাড়ি পাঁচবিবি উপজেলার উদ্দেশ্যে রওয়ানা দেন গৃহবধূ মিতু। পথে ধারকী-হিচমী সড়কের মাস্টারপাড়া এলাকায় এলে অটোরিকশা থেকে পড়ে যান মিতু।

ওই সময় সামনের দিক থেকে আসা আরেকটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করলে আধা ঘণ্টা পরই মিতুর মৃত্যু হয়।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, ঈদের দ্বিতীয় দিনে ময়মনসিংহের ত্রিশালে চলন্ত বাসের জানালা দিয়ে ছিটকে রাস্তায় পড়ে তানিম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নুরুর দোকান এলাকায় বাসের চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানিম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গন্ডা গ্রামের সাইদুল শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা তানজিম পরিবহন নামের একটি বাস উপজেলার নুরুর দোকান এলাকায় পৌঁছালে এর চাকা ফেটে যায়। এতে ওই বাসের জানালা দিয়ে শিশু তানিম ছিটকে বাইরে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

ত্রিশাল থানার উপপরিদর্শক মতিউর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Accident

অন্যদিকে, ঈদের দ্বিতীয় দিন নানা বাড়িতে বেড়াতে যাওয়ার পথে পাবনার সুজানগরে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু তালহা তেহমী (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই ভাই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কুড়িপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালহা রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নাজিরগঞ্জ ইউনিয়নের হাটমালিফা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় মালিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় মাথায় গাছ পড়ে কৌশিক আলম খান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই সময় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার দর্শনা হঠাৎপাড়া ও বাসস্ট্যান্ডের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কৌশিক আলম খান চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের শাহ আলম খানের ছেলে। আহত হৃদয় কুষ্টিয়ার আব্দুল মোমিনের ছেলে। 

দর্শনা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ঈদের দ্বিতীয় দিনে বুধবার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গিয়ে চালক রুহুল আমিন (৫৫) নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে পন্ডিতেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে ঈদের দিনে গতকাল মঙ্গলবার (৩ মে) দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা ছাড়াও বজ্রপাতের ঘটনায় অন্তত ৩২ জন নিহত হন। সেই সঙ্গে আহত হন আরও প্রায় অর্ধশত মানুষ।

/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর