রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের বাসসের এমডি আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম

শেয়ার করুন:

ফের বাসসের এমডি আবুল কালাম আজাদ
ফাইল ছবি

আবারও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক আবুল কালাম আজাদ। তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (৩০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এনআইডির নতুন মহাপরিচালক সৈয়দ মাসুম আহমেদ

এতে বলা হয়, আবুল কালাম আজাদকে আগের নিয়োগের ধারাবাহিকতায় ৪ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে পুনরায় নিয়োগ দেওয়া হলো।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদকে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি তিন বছরের জন্য রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয়। পরে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ আরও তিন বছর বাড়ানো হয়। ২০২০ সালে তিনি আরও দুই বছরের জন্য বাসসের এমডি নিয়োগ পান। ২০২২ সালে তার নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আগামী ৩ ফেব্রুয়ারি।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর