বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সংসদে কে কোথায় বসলেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

সংসদে কে কোথায় বসলেন
অধিবেশনের শুরুতে গৃহীত হয় শোক প্রস্তাব। ছবি: সংগৃহীত

যাত্রা শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে এই অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়েছে। এছাড়া প্রথা অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছে রাষ্ট্রপতি। এরপর সংসদ অধিবেশন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করা হয়।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো বিপুল বিজয় পায় আওয়ামী লীগ। প্রধান বিরোধী দল জাতীয় পার্টি পায় ১১টি আসন। এবারের নির্বাচনের বড় চমক ছিল ৬২টি আসনে স্বতন্ত্রদের বিজয়ী হওয়া। এই স্বতন্ত্রদের মধ্যে তিনজন বাদে সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।


বিজ্ঞাপন


সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিনে সবার কৌতূহল ছিল কে কোন আসনে বসছেন সেটার ব্যাপারে। বরাবরের মতো সংসদে সরকারি দলের বেঞ্চের (স্পিকারের ডান পাশে) প্রথম আসনে বসেছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের একটি আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন

সংসদের অধিবেশন ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি

এরপর থেকে পর্যায়ক্রমে বসেছেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, আ ক ম মোজাম্মেল হক, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আবুল হাসানাত আবদুল্লাহ, ওবায়দুল কাদের ও তোফায়েল আহমেদ।

মাঝের (স্পিকারের মুখোমুখি) অংশের প্রথম সারির বাম দিকের প্রথম আসনে বসেছেন সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এরপর পর্যায়ক্রমে বসেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, কৃষিমন্ত্রী আব্দুস শহীদ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম, রাজিউদ্দিন আহমেদ রাজু এবং শেষ আসনে বসছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।


বিজ্ঞাপন


RR
স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় বেঞ্চের (স্পিকারের বাম দিকে) প্রথম আসনে বসেছেন বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তার বামে বসেছেন সংসদে বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ।

এরপর পর্যায়ক্রমে বসেছেন জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, স্বতন্ত্র এমপি হুসাম উদ্দিন, আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র এমপি আব্দুল লতিফ সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।

আরও পড়ুন

সংসদে যাদের নামে শোক প্রস্তাব গৃহীত

বিকেল তিনটায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু সভাপতিত্বে শুরু হন। অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হন ড. শিরীন শারমিন চৌধুরী। আর পুনরায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন শামসুল হক টুকু। পরে রাষ্ট্রপতি ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের পর রীতি অনুযায়ী অধিবেশন মুলতবি করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি অধিবেশন পুনরায় শুরু হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা হবে।

সংবিধানের নিয়ম অনুযায়ী, গত বছরের ১ নভেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাকতা ছিল। এর মধ্যে ৭ জানুয়ারির নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর গত ১১ জানুয়ারি শপথ নেয় শেখ হাসিনার নতুন মন্ত্রিসভা। তার আগে ১০ জানুয়ারি দ্বাদশ সংসদের নতুন এমপিরা শপথ নিয়েছেন। ২৯ জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদে মেয়াদ থাকায় সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর