শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ঢাকা

ড. ইউনূস নিয়ে নোবেলজয়ীদের বিবৃতিকে বিজ্ঞাপন বললেন পররাষ্ট্রমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৪, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

ড. ইউনূস নিয়ে নোবেলজয়ীদের বিবৃতিকে বিজ্ঞাপন বললেন পররাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

ওয়াশিংটন পোস্টে ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নোবেল বিজয়ীদের প্রকাশিত বক্তব্যকে বিবৃতি বলতে নারাজ পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি দাবি করেন, যে বক্তব্য ছাপা হয়েছে, সেটা বিজ্ঞাপন, কোনো সংবাদ নয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ওয়াশিংটন পোস্টে ড. ইউনূসকে নিয়ে ছাপা বিবৃতি প্রসঙ্গে এসব কথা বলেন তিনি। 


বিজ্ঞাপন


আরও পড়ুন
নোবেল বিজয়ীরা জ্ঞানী হলেও শ্রম আইন সম্পর্কে জানেন না: খুরশীদ

ড. মুহাম্মদ ইউনূসের বিচারের বিষয়ে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। ড. হাছান মাহমুদ বলেন, এটি ওয়াশিংটন পোস্টে বিজ্ঞাপন আকারে ছাপা হয়েছে, নিউজ আকারে নয়। আমাদের দেশের পত্রিকায় যেমন বিবৃতি দেওয়া হয়, সেভাবে নয়। এটি বিজ্ঞাপন আকারে দেওয়া হয়েছে। এটা একদম স্পষ্ট যে লবিস্ট ফার্মের মাধ্যমে বিজ্ঞাপন আকারে সেটি ছাপানো হয়েছে। এরকম বিজ্ঞাপন আগেও ছাপানো হয়েছে।

তিনি বলেন, লবিস্ট ফার্মের মাধ্যমে এটা করা হয়েছে। ড. ইউনূসের বিচার স্বচ্ছ প্রক্রিয়াতেই হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে এটি বিবৃতি নয় বরং বিজ্ঞাপন। এর আগেও এমন ছাপা হয়েছে। ড. ইউনূসের প্রতি সম্মান রেখে বলতে চাই বাংলাদেশের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ। তার বিরুদ্ধে সরকার নয় বরং শ্রমিকরা মামলা করেছে।


বিজ্ঞাপন


বিইউ/এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর