রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ডিপিডিসির নতুন এমডি আব্দুল্লাহ নোমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

ডিপিডিসির নতুন এমডি আব্দুল্লাহ নোমান

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসির) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন আবদুল্লাহ নোমান।

সোমবার (২৯ জানুয়ারি) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ কর্তৃক গত ২২ জানুয়ারি অনুষ্ঠিত ৩৫১তম সভা ও নিয়োগ কমিটির (পরিচালনা পর্ষদের সব পরিচালকগণ এবং বিদ্যুৎ বিভাগের প্রতিনিধির সমন্বয়ে গঠিত) সুপারিশের আলোকে ব্যবস্থাপনা পরিচালক পদে আবদুল্লাহ নোমানকে ডিপিডিসির চাকরি বিধি মোতাবেক প্রাথমিকভাবে যোগদানের তারিখ হতে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ প্রদান করা হলো।

এর আগে প্রকৌশলী বিকাশ দেওয়ান ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছিলেন।

টিএই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর