মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে রজনীগন্ধা ফেরি ডুবে যাওয়ার পর ঘটনাস্থলে গিয়েছে ফায়ার সার্ভিস। ফেরিতে থাকা লোকজনকে উদ্ধার করলেও এখনও ফেরির সেকেন্ড ড্রাইভার হুমায়ূন কবির (৩৯) নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বেলা ১১ টার দিকে জানানো হয়, পাটুরিয়ায় ‘রজনীগন্ধা’ নামের ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নং ঘাটের কাছাকাঠি এসে ডুবে যায়। ফেরিটিতে ৭টি ছোট ট্রাক ও ২টি বড় ট্রাক ছিল। দীর্ঘসময় ফেরি উল্টে গিয়ে এর বেশকিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল। ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে জীবিত উদ্ধার করে। এখনও উদ্ধার কাজ চলছে।
বিজ্ঞাপন
শীতের সময় ঘনকুয়াশার কারণে প্রতি বছর সব নৌরুটে ফেরি চলাচল বিঘ্ন হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঘনকুয়াশার কারণে শীত শুরুর পর বেশ কয়েকদিন দেশের গুরুত্বপূর্ণ নৌরুটগুলো রাতে থেকে অনেক সময় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে গতরাত দুইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজীরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
মাঝনদীতে আটকে পড়ে ছোট-বড় ছয়টি ফেরি। তার মধ্যে রজনীগন্ধা ফেরিটিও ছিল। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল ফেরিটি। সকালে তীরের কাছাকাছি আসার সময় একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে পদ্মায় ডুবে যায় ফেরিটি।
বিজ্ঞাপন
বিইউ/এমএইচএম

