শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

‘মুহূর্তের মধ্যে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে’

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৪, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

‘মুহূর্তের মধ্যে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে’

‘আমাদের সব কিছু পুড়ে শ্যাষ। আমি বাইরে ছিলাম। বস্তিতে মা ছিল। আমরা টিনের ঘরের দ্বিতীয় তলায় থাকতাম। মা বস্তিতে ছিল গতরাতে। আগুন থেকে রক্ষার জন্য মা দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে নামেন। কোনোমতে জানালা দিয়ে বের হয়। লাফ দিয়ে নিচে নামেন। সেখানে মাজা পর্যন্ত পানি ছিল। আমরা এখন নিঃস্ব। রেললাইনের বস্তিতে বসে আছি।’

রাজধানীর কারওয়ান বাজারের আগুনে পুড়ে যাওয়া মোল্লাবাড়ি বস্তির পাশে দাঁড়িয়ে এভাবে কথাগুলো বলছিলেন আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি। আগুনে যারা ঘরও পুড়ে গেছে।


বিজ্ঞাপন


সকালে পুড়ে যাওয়া বস্তির পাশে কথা হয় আমিনুলের সঙ্গে। তিনি বলেন, ‘রাতে আগুন লাগার পর কোনোমতো জানডা নিয়া বের হইছে মা। এক কাপড়ে বের হইছে। টাকা পয়সা কিছু বের করতে পারে নাই। মুহূর্তের মধ্যে আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।’

dHAKA-৪এক প্রশ্নের জবাবে ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি বলেন, ‘এখন আর কী করব। হয় গ্রামে যাব, না হয় অন্যত্র কিছু করার চেষ্টা করব। এখানে তো সব পুড়ে শেষ। এছাড়া আর কিছু করার নাই।’

আগুন কীভাবে লাগলো এমন প্রশ্নের জবাবে আমিনুল বলেন, আসলে সবাই ছিল ঘুমে। কীভাবে আগুন লাগল কিছু বলতে পারছি না। রাতে শিশু রিফাত হঠাৎ বলে আগুন লেগেছে। আমরা বস্তির পাশেই থাকি। রাতে মোবাইল দেখছিলাম, হঠাৎ শুনি আগুন। এসে দেখি একটা ছেলে মারা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বস্তিটিতে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।


বিজ্ঞাপন


dHAKA-1

বস্তিবাসীর দাবি, সেখানে পাঁচ শ ঘর ছিল। তার মধ্যে তিন শই পুড়ে গেছে। আর বেশিরভাগ ঘরই ছিল ঝুপড়ি।

ভুক্তভোগীরা বলছেন, আগুন লাগার পর তারা পরনের কাপড় ছাড়া সঙ্গে কিছুই আনতে পারেননি।

এআইএম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর