সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা চতুর্থবারের মতো মন্ত্রিসভা গঠন করেছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় দিকে বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন তাদেরকে শপথবাক্য পাঠ করান।


বিজ্ঞাপন


এর আগে বুধবার (১০ জানুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মাহবুব হোসেন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন।

আরও পড়ুন

টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা

এবারের মন্ত্রিসভায় পুরনো অনেক মন্ত্রী বাদ পড়েছেন। আবার নতুন অনেকেই স্থান পেয়েছেন টানা চতুর্থবারের শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায়।

418571393_966905574791488_8766232152601840501_n


বিজ্ঞাপন


শপথ গ্রহণের পর এখন নতুন মন্ত্রিসভায় কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-গুঞ্জন। তবে বিভিন্ন সূত্র থেকে মন্ত্রণালয় বণ্টনের সম্ভাব্য কিছু তথ্য পাওয়া গেছে।

আগের মন্ত্রিসভার কয়েকজন এবারের মন্ত্রিসভায় স্থান পেলেও দফতর বণ্টনে আসছে বড় রকমের পরিবর্তন।

মন্ত্রীদের কে কোন দায়িত্ব পাচ্ছেন

সূত্রগুলো জানাচ্ছে, এবারও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্নছে গাজীপুর-১ আসন থেকে নির্বাচিত আ ক ম মোজাম্মেল হক। ওবায়দুল কাদের আগের মন্ত্রণালয় সড়ক পরিবহন ও যোগাযোগের দায়িত্ব পাচ্ছেন।

আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেই থাকছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ড. হাছান মাহমুদ। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আনিসুল হক। শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন তাজুল ইসলাম।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ফারুক খান। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নারায়ণ চন্দ্র চন্দ।

আরও পড়ুন

নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে জাহাঙ্গীর কবির নানক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে আব্দুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আব্দুস শহীদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান।

418495194_966905628124816_7507640955051541350_n

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডা. সামন্ত লাল সেন। রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন জিল্লুল হাকিম। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ফরহাদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাবের হোসেন চৌধুরী।

আরও পড়ুন

পিটার হাসসহ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যারা

শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সাবেক শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন নাজমুল হাসান।

418532023_966906118124767_3773825364376291665_n

প্রতিমন্ত্রীরা যে যে মন্ত্রণালয় পাচ্ছেন

সূত্র জানায়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন নসরুল হামিদ। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন খালিদ মাহমুদ চৌধুরী। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জুনাইদ আহমেদ পলক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন জাহিদ ফারুক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন বেগম সিমিন হোসেন (রিমি)।

আরও পড়ুন

নতুন প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মহিববুর রহমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন শফিকুর রহমান চৌধুরী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বেগম  রুমানা আলী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আহসানুল ইসলাম (টিটু)।

কারই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর