বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ঢাকা

প্রার্থিতা বাতিল হওয়া মোস্তাফিজের রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৪, ০৪:০২ পিএম

শেয়ার করুন:

প্রার্থিতা বাতিল হওয়া মোস্তাফিজের রিট খারিজ
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
 
এদিন আদালতে ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এছাড়া মোস্তাফিজের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আসমা জলিল।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এর আগে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদকে ধমকানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 


বিজ্ঞাপন


একাধিক সূত্রে জানা যায়, নিজের কর্মীকে আটক করায় বাঁশখালী থানায় ওসির কার্যালয়ে এসে তাকে ধমকান একাদশ জাতীয় সংসদের এমপি মোস্তাফিজ। এছাড়াও একাধিক অভিযোগে কয়েকবার তাকে শোকজ করে ইসি। সব মিলিয়ে ৭ জানুয়ারি, অর্থাৎ ভোটের দিন বিকেল ৩টা ৪৫ মিনিটে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নেয় ইসি।

এইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর