শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ঢাকা

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোট ১৩ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২৪, ০৫:২৪ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোট ১৩ জানুয়ারি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল রোববার (৭ জানুয়ারি) দেশের ২৯৯টি আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮টি আসনের ফলাফল পাওয়া গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ফলাফল ঝুলে আছে। একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় এটা সম্ভব হয়নি। আগামী ১৩ জানুয়ারি ওই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (৮ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এই কথা জানান।


বিজ্ঞাপন


সিইসি বলেন, ময়মনসিংহ-৩ আসনে স্থগিত কেন্দ্রে ভোটার সংখ্যা তিন হাজার ৩২ জন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী সর্বোচ্চ ভোট ৫৩ হাজার ১৫৬ এবং দ্বিতীয় সর্বোচ্চ ৫২ হাজার ২১১ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। যার ফলে স্থগিত কেন্দ্রে আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন

সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪১.৮ শতাংশ: সিইসি 


বিজ্ঞাপন


ভোটের দিন বিকেল সোয়া ৪টার দিকে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ৪০ নম্বর ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হামলা ভাঙচুর করে ছয়টি ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায় দৃর্বৃত্তরা। ফলে কেন্দ্রটির ফলাফল ঘোষণা স্থগিত করে নির্বাচন কমিশন।

ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এগিয়ে রয়েছেন। নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর