মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জুরাইনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৪, ০১:১৩ এএম

শেয়ার করুন:

জুরাইনে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব
ফাইল ছবি

রাজধানীর গোপীবাগে ট্রেনের আগুনের রেশ কাটতে না কাটতেই জুরাইন রেলগেট এলাকার পাশে বস্তিতে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে র‌্যাব সদস্যরা সেখানে যান বলে জানা গেছে।


বিজ্ঞাপন


তবে রাত সাড়ে ১২টার দিকে র‌্যাবের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, র‌্যাব জুরাইন এলাকার রেললাইনের পাশের বস্তির একটি বাড়ি ঘিরে রেখেছে। সেখান থেকে বিপুল পরিমাণ ককটেল, পেট্রোল বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর হলো ঘটনাস্থলের উদ্দেশে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট রওনা করেছে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর