রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৪, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

আজান শুনে বক্তব্য থামালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল চারটার দিকে আশপাশের মসজিদগুলো থেকে আজানের ধ্বনি ভেসে এলে সঙ্গে সঙ্গে বক্তব্য থামান সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজান দিচ্ছে, আজান হচ্ছে।’ একথা বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। নেতাকর্মীরাও সবাই নীরব হয়ে যান। আজান শেষে আবারও বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।


বিজ্ঞাপন


আরও পড়ুন

‘২০০৮ সালে হেরে যাওয়ার পর থেকেই নির্বাচনে আসতে ভয় পায় বিএনপি’

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে জনসভাস্থলে পৌঁছান শেখ হাসিনা। এ সময় নেতাকর্মীরা তাকে স্লোগানে স্লোগানে বরণ করে নেন। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান। বিকেল পৌনে চারটার দিকে তিনি বক্তব্য শুরু করেন। বক্তব্য চলাকালে আসরের আজান শুনে বিরতি দেন।

দীর্ঘ ১৫ বছর পর বঙ্গবন্ধুকন্যার নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মাঝে মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রী জনসভা ঘিরে লোকারণ্য হয়ে যায় পুরো জনসভাস্থল।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর