শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে বিজিবির ডগ স্কোয়াড

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ পিএম

শেয়ার করুন:

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে বিজিবির ডগ স্কোয়াড

রাজধানী ঢাকায় ডগ স্কোয়াড মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং থার্টিফার্স্ট নাইট ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ।

রোববার (৩১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।


বিজ্ঞাপন


বিজিবি কর্মকর্তা জানান, রাজধানীর কমলাপুর ও তেজগাঁও রেলস্টেশন, আগারগাঁও ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে তল্লাশি অভিযান চালানো হয়েছে। এই কাজে বিজিবির ডগ স্কোয়াড ব্যবহার করা হয়েছে। অভিযান পরিচালনা করেন ২৬ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম।

শরীফুল ইসলাম বলেন, নির্বাচন সামনে রেখে যেকোনো নাশকতা বা অপতৎপরতা রোধে প্রস্তুত বর্ডার গার্ড বাংলাদেশ।

এদিকে রাজধানীতে থার্টিফার্স্ট নাইট ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। সন্ধ্যা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এই রাতকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ফটকা-ফানুস ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এবারও থার্টিফার্স্ট নাইটে উন্মুক্ত অনুষ্ঠানে বারণ রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের।

এমআইকে/জেবি


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর