শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সখ্য গড়ে চুরি, হিজড়াসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

সখ্য গড়ে চুরি, হিজড়াসহ গ্রেফতার ৪

রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি দোকানে সম্প্রতি চুরির ঘটনায় এক হিজড়াসহ চারজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। তারা হলেন- আসিফ ওরফে আসিফ হিজড়া, সহযোগী হিসেবে কাজ করা তার মা আনোয়ারা ওরফে আনুরী বেগম (৫০), খালা হালিমা বেগম ওরফে ফালানী (৪৫) ও রাকিব উদ্দিন হৃদয় (২৪)। 

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নগদ ২৫ লাখের মধ্যে ৯৪ হাজার টাকা, মার্কিন ডলার এবং ভারতীয় রুপি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেফতারে পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। চক্রটির প্রধান আসিফ হিজড়া। তার কাজ ছিল মার্কেটের নিরাপত্তা কর্মীদের সাথে সখ্য গড়ে সুযোগ বুঝে তার সহযোগীদের নিয়ে চুরি করা।

সন্ধ্যায় চুরির বিষয়টি নিশ্চিত করেছেন নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম।

গ্রেফতার হিজড়া আসিফ রাজবাড়ীর বালিয়াকান্দি থানা চর দক্ষিণ বাড়ী এলাকার মো. আলমগীরের সন্তান।


বিজ্ঞাপন


আরও পড়ুন

কখনো নারী, কখনো হিজড়া সেজে চুরি-ছিনতাইয়ে তারা 

পুলিশ বলছে, আসিফ হিজড়া দুর্ধর্ষ এক চোর। তিনি হিজড়াদের কোনো দলের সদস্য নন। একা একা ঘুরে চুরি করতেন। তার এই চুরির সঙ্গে পরিবারের সদস্যরা জড়িত। তাদের সবার বিরুদ্ধে মাদক ও চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে।

ওসি জানান, গত ২১ ডিসেম্বর রাত তিনটার দিকে এলিফ্যান্ট রোডের রাংগুলি বিডি নামের শাড়ি ও থ্রি-পিসের একটি দোকানর গ্রিল কেটে চুরি হয়। চোরেরা ক্যাশ বাক্স থেকে নগদ ২৫ লাখ টাকা, পাঁচ হাজার ২৭৩ ইউএস ডলার এবং ৮০৪০ ভারতীয় মুদ্রা চুরি করে নিয়ে যায়। পরে এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নিউমার্কেট থানায় একটি চুরির মামলা করেন। পরবর্তী সময়ে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার চর দক্ষিণ বাড়ী এলাকায় অভিযান চালিয়ে আসিফ হিজড়া ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, ২২ বছর বয়সী তৃতীয় লিঙ্গের এই তরুণ আর দশজন হিজড়াদের মতো দল বেঁধে নয়, বরং একাই ঘুরতে পছন্দ করেন। বিভিন্ন মার্কেট ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়জিত কর্মীদের সঙ্গে পরিচিত হতেন। তাদের সঙ্গে সখ্য গড়ে তোলার মাধ্যমে জেনে নিতেন নিরাপত্তার খুঁটিনাটি। আর এরপরই রাতের আঁধারে নিরাপত্তার ত্রুটি কাজে লাগিয়ে লুটে নিতেন টাকা-পয়সাসহ মূল্যবান জিনিসপত্র।

এমআইকে/জেবি

 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর