আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় জোর দিয়েছেন প্রার্থীরা। গণসংযোগ থেকে শুরু করে পোস্টার-ব্যানার সাটানো, মাইকিং, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া, কোনো কিছুই বাদ যাচ্ছে না। তবে প্রচারণার মাঠে নির্বাচন কমিশনের আচরণবিধিও ভঙ্গ হচ্ছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং বাজারে দেখা গেছে নৌকার প্রার্থীর পক্ষে মাইকিং।
বিজ্ঞাপন
যদিও বাংলাদেশ নির্বাচন কমিশনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালাতে বলা হয়েছে, "মাইক ব্যবহার- দুপুর ২.০০ ঘটিকা হইতে রাত ৮.০০ ঘটিকার মধ্যে সীমাবদ্ধ রাখিতে হইবে।"
নবোদয় হাউজিং বাজারে ঢাকা-১৩ আসনের নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের পক্ষে মাইক বাজাতে দেখা গেছে বেলা পৌনে ১১টায়। এসময় ১৪টি রিকশায় মাইক ও পোস্টার লাগিয়ে প্রার্থীর পক্ষে প্রচারণা করতে দেখা যায়।
একজন রিকশাচালকের কাছে তাদের প্রচারণার সময় জানতে চাইলে তিনি জানান, সকাল ১০টা থেকে তাদের প্রচারণা শুরু হয়।
বিজ্ঞাপন
দুপুর সাড়ে ১২টায় এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় মাইকিংকারী অপর একজন রিকশা চালকের।
মো. আজাহার নামে ওই রিকশা চালক ঢাকা মেইলকে বলেন, আমরা সকাল ১০ টায় সূচনায় (সূচনা কমিউনিটি সেন্টার) যাই। আমাগো ১৬টা রিকশা। সবাই যাওয়ার পর ওইখান থেকে বাইর হই। রাত আটটা পর্যন্ত চলে। নামাজের সময় বন্ধ, দুপুরে দুই ঘণ্টা বন্ধ থাকে।
আজাহার আরও বলেন, ওইখানে এক ম্যাডাম আছে। উনিই মেইন। আমরা প্রতিদিন এক হাজার টাকা কইরা পাই।
এ বিষয়ে জানতে চাইলে আদাবর এলাকার একজন যুবলীগ নেতা ঢাকা মেইলকে বলেন, কয়েকদিন আগে নানক ভাই আমাদের নিয়ে মিটিং করেছেন। সেখানে তিনি অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। দুপুর দুইটার আগে, আর রাত আটটার পর মাইক বাজানো যাবে না। আদাবর এলাকায় দুইটা মাইক থাকবে। আজানের সময় কোনো মাইক বাজবে না। কোনো কার্যালয় বা প্রচারকেন্দ্রের সামনে ভিড় করা যাবে না।
তিনি আরও বলেন, আমাদের অনেক অতি উৎসাহী নেতা আছে, যারা নিয়মগুলো ও নির্দেশনা ভাঙে। আসলে নানক ভাই এ বিষয়ে জানেনও না।
এদিকে, এদিন সকালে সংসদীয় আসনের ৩৩নং ওয়ার্ডে প্রচারণায় নামেন জাহাঙ্গীর কবির নানক। এসময় তার সঙ্গে বেশ কিছু যানবাহন দেখা গেছে।
যদিও নির্বাচন কমিশনের আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাহার পক্ষে কোনো বাস, ট্রাক, মোটরসাইকেল, নৌ-যান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহন সহকারে মিছিল বা মশাল মিছিল বা শোডাউন করিতে পারিবেন না।
কারই/এমএইচএম