লক্ষ্মীপুর-৪ আসনের একাধিকবারের সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান। একইসঙ্গে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিবেরও দায়িত্ব পালন করছেন তিনি। কিন্তু ভোটের মাঠে এসে তিনি বেশ বিপাকে পড়ে গেছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে প্রার্থী হলেও ভাগ্য যেন তার সহায় হচ্ছে না। প্রথমে রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে বাছাইয়ে বাদ পড়েছেন। এবার নির্বাচন কমিশনে আপিলেও টিকল না তার প্রার্থিতা। বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞাপন
বুধবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের ইসির আপিল শুনানিতে তার প্রার্থিতা বাতিল করা হয়।
ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন অনুযায়ী, লক্ষ্মীপুর-৪ আসনে বিকল্পধারার মনোনীত প্রার্থী মেজর (অব.) আবদুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। তিনি ৩ কোটি ২৯ লাখ টাকার ট্যাক্স পরিশোধ করেননি। এসব অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। রিটার্নিং কর্মকর্তার রায়কে বৈধতা দিয়েছে ইসি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে এই শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
বিইউ/এমএইচএম