রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা
প্রতীকী ছবি

রাজধানীতে দিনে-দুপুরে বাসা থেকে মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়েছেন একজন। তার নাম রাসেল হোসেন ওরফে পারভেজ।

মঙ্গলবার বিকেলে হাজারীবাগের রায়ের বাজার সুলতানগঞ্জ এলাকার একটি বাসায় চুরির সময় তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ।

আরও পড়ুন

হাতে ছুরি, মুখে ব্লেড নিয়ে ছিনতাই! 


বিজ্ঞাপন


পুলিশ কর্মকর্তা জানান, মঙ্গলবার বিকেলে হাজারীবাগ থানার রায়ের বাজার সুলতানগঞ্জ এলাকার একটি বাসা থেকে মোবাইল চুরি করে পালানোর সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা হয়েছে। তবে তিনি আরও কোনো বাসায় এমন চুরির ঘটনা ঘটিয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর