শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

সেগুনবাগিচায় ককটেল বিস্ফোরণ
সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ । ছবি- সংগৃহীত

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

জিপিওতে দুর্বৃত্তের আগুনে পুড়ল বাস

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আমরা বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখছি।

বিস্ফোরণের পর পুরো এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর